সহযে এসইও করার উপায় | SEO for your blogger site | SEO ব্লগার এর জন্য


আজকের পর্বে যা যা থাকছে-

১)- সার্চ ইঞ্জিন কী?

২)-সার্চ ইন্ডেক্স।

৩)-সার্চ কোয়েরি।

৪)-কোয়েরি ইন্টারফেস।

৫)- সার্চ ইঞ্জিন মার্কেটিং কেন এত গুরুত্বপুর্ন

শুরু করাযাক আজকের পর্বের মূল বিষয়ঃ

- সার্চ ইঞ্জিন মারররকেটিং কেন এত গুরুত্বপূর্ণ?(why bother which sear) ঃসার্চ সকল ওয়েব সাইটের ভিজিটর এর উৎস ।বেশীরভাগ ওয়েব সাইট সার্চ ইঞ্জিন দিয়ে ভিজিট করা শুরু হয় বেশীরভাগ ওয়েব সাইটের প্রায় ৮০% ইউজার সার্চ ইঞ্জিন থেকে আসে।(এটি আরো বাড়বে)

বিভিন্য কারনে সার্চ ইঞ্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণঃ-

ক)- বেশীরভাগ ইউজার সার্চ ইঞ্জিন থেকে আসে (প্রতি মাসে বিলিয়ন সার্চ হয়)

খ)-এক জরিপে দেখা গেছে united states প্রতি মাসে ১০ বিলিয়ন সার্চ হয়।(comscore,2008)

গ)- বেশীরভাগ ইউজার জানেনা তাদের কোথায় যেতে হবে এবং তারা অনেক ওয়েব সাইটের (url) মনে রাখতে পারে না তাই সার্চ ইঞ্জিনে সার্চ দেয়।

ঘ)-সার্চ হল inexpensive একটি পদ্দ্বতি যার মাধম্যে খুব কম খরচে মানুষের কাছে পৌচানো সম্ভব,

মনে করুন আপনি ডেলের একটি কম্পিউটার কিনবেন কিন্তু আপনি এই সম্পর্কে কিছুই জানেন না(যেমন ঃ এটির দাম কত?কোথায় পাওয়া যায় ? ইত্যাদি)

কিন্তু আপনি সার্চ ইঞ্জিনে সার্চ করলে এই সম্পর্কে অনেক তথ্য আপনার সামনে চলে আসবে।এবং এর যেকোন লিংকে ক্লিক করে আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এতে করে ডেল কোম্পানির বিক্রি বাড়ল আপনার ও কম্পিউটার কিনা হল এইভাবে সার্চ ইঞ্জিন গুরুত্বপূর্ন হয়ে উটেছে।

তাওলে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই আমরা পরবর্তি পার্টে SEO নিয়ে আরো আলোচনা করব আজকের পোস্ট অনেক লম্ভবা হয়ে গেছে তাই এহানেই ষেষ করছি,সবাই ভাল থাকুন সুস্থ থাকুন পরবর্তি পর্ব পাবেন এবং পড়বেন ইনশাআল্লাহ।




কোয়েরি ইন্টারফেস (quary interface) ঃকোয়েরি ইন্টারফেস বলতে সার্চ ইঞ্জিন বললে প্রথমেই মানুষের মনে যে বিষয়টি আসে ।কোয়েরি ইন্টারফেস হচ্ছে একটি পেইজ যেটি ইউজার দেখে যখন তারা এটিকে সার্চ ইঞ্জিনের সাথে navigate করে।

৩)-সার্চ কোয়েরি (search quary)ঃ একজন ইউজার তার প্রয়োজনে যে তথ্য সার্চ করে অথবা সার্চ ইঞ্জিনে লিখে সেটিই হল সার্চ কোয়েরি (search quary) ।এখন যদি (online money earning) সম্পর্কে জানতে চান তাহলে সার্চ ইঞ্জিনে আপনি লিখলেন (online money earning) এটিই হল সার্চ কোয়েরি।

গুগল সার্চ। (google search)

প্রসেসিং কোয়ারিস (Processing Quaries)

তো এতক্ষনে আমরা জানলাম আজকের পর্বের সূচি এখন চলুন চলে যাই মূল আলোচনায়-

সার্চ সাইট। (Search Site)

সার্চ সাইট হচ্ছে একধরনের ওয়েব সাইট যার মাধ্যমে আপনি অন্য একটা ওয়েব সাইট খুজে থাকেন।

সার্চ টার্ম। (Search term)

সার্চ টার্ম একটি শব্দ বা শব্দ সমস্টি।যেটি আমরা কোন তথ্য খোজার জন্য সার্চ ইঞ্জিনে লিখে থাকি।

সার্চ রেজাল্ট। (Search result)

ইনডেক্স  (Index)

যকন কোন পেইজকে Crawel করা হয় তার পর অই পেইজের content গুলোকে index করা হয় যেগুলোকে ডকুমেন্ট হিসেবে একটি ডেটাবেস হিসেবে স্টোর করা হয়।

অরগানিক রেজাল্ট (Organic)

সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করলে যে রেজাল্ট গুলা পাই সেগুলো দুই ধরনের হয়।একটি হল Organic আর রকটা হল পেইড । Organic রেজাল্ট গুলো একটি ওয়েব সাইটের Content এবং কিওয়ার্ড এর উপর ভিত্তি করে হয়ে থাকে।

গুগল সার্চ। (google search)

গুগলের ওয়েবসাইটে কোন কিছু লিখে সার্চ করার প্রক্রিয়াকে গুগল সার্চ বলে।

প্রসেসিং কোয়ারিস (Processing Quaries)

যখন কোন একটা তথ্য সার্চ ইঞ্জিনে আসে তখন ইঞ্জিন সেটা রিট্রাইভ করার যতগুলো ডকুমেন্ট আছে সেগুলো কোয়েরি এর সাথে ম্যাচ করে।

কীওয়ার্ড (Keywords)

কীওয়ার্ড হচ্ছে একটি ওয়েব পেইজের শব্দ যেটি ঐ পেইজকে ডেস্ক্রাইব করে।অর্থাৎ আপনি প্যারাগ্রাফ লিখেছেন অই প্যারাগ্রাফে নিশ্চয় কত গুলো শব্দ থাকতে পারে যেগুলো অই প্যারাগ্রাপের মূল শব্দ।SEO করার পুর্বে আপনার কিওয়ার্ড সিলেকশন খুবি গুরুত্বপুর্ন।

অর্থাৎ আপনি কোন ধরনের কিওয়ার্ড সিলেক্ট করবেন আর সেই কিওার্ড রিলেটেড কন্টেন্ট আপনার সাইটে থাকা ভাল।তাতে ইউজার যকন সার্চ দবে তখন অই কিওার্ড যদি আপনার সাইটের কিওয়ার্ডের সাথে মিলে যায় তাহলে সার্চ ইঞ্জিন সেখানে আপনার সাইট সো করবে।
 In bound link or back link

অন্য একটি সাইট থেকে কেউ যদি আপনার সাইটে আসে সেটাই হল In bound link or back link নিশ্চয় অন্য কোন সাইটে আপনার সাইটের লিংক দেওয়া আছে,এইটাকে ইনকামিং লিংক বলে।একটা ওয়েব সাইটকে পপুলার করার জন্য বেশী বেশী ব্যাক লিংক তৈরী করতে হবে।যেমন কোন পলিটিশিয়ান তার পরিচির জন্য ভিবিন্য যায়গায় লিবগক লাগিয়ে দেয়।যত বেশী পোস্টার তত বেশী পরিচিতি।



Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

আপনি 2022 সালে এই বক্স অফিস হিটগুলির কয়টি দেখেছেন?