চিত্রঃন্যাশনাল পিপলস পার্টি ও সিলেট জেলা কমিটির বর্তমান সভাপতিঃইউসুফ আহমেদ।পাশে চিত্রে তার দেয়া  নিজের ফেইসবুক আইডির প্রোফাইলে ফটোতে নিউজিল্যান্ডের প্রতাকায় নামাজরত মুসল্লিরা
সিলেট জেলা প্রতিনিধিঃশাহিন আলম
মূল সংবাদঃসম্পৃতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মাসজিদে শ্রক্রবার জুম্মায়  ব্যান্টন ট্যারেন্ড বাহিনীর হামলায় অন্তত ৫০জন নিহত হন।সেই নিহতদের স্মরনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন-এর নির্দেশে নিহত মুসল্লিদের স্মরণে তাদের জাতীয় প্রতাকায় নামাজরত মুসল্লিরা।এর প্রেক্ষিতেই সারা মুসলিম দেশে অনেকে তাদের ফেইসবুক আইডির প্রোফাইলে নিউজিল্যান্ডের প্রতাকায় ক্রাইস্ট চার্চের মাসজিদে নামাজরত মুসলিমদের লগোটি ব্যবহার করতে দেখা গেছে।বাংলাদেশের সিলেট শহরের ন্যাশনাল পিপলস পার্টি ও সিলেট জেলার বর্তমান কমিটির সভাপতি জনাব ইউসুফ আহমদের ফেইসবুক আইডির প্রোফাইলে একই দৃশ্য লক্ষনীয়।তিনি তার ফেইসবুক আইডির প্রোফাইলে নিউজিল্যান্ড সরকার তাদের জাতীয় প্রতাকায় দেওয়া সম্মান।তার নিজ আইডির প্রোফাইলে ফটো হিসেবে ব্যবহার করছেন।এ ব্যাপারে জানতে সাংবাদিক নিউজ২৪ তার মেসেঞ্জারে সাক্ষাৎকার নেয়।পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলোঃ-
সাংবাদিক নিউজ২৪ঃ আসসালামু আলাইকুম।
ইউসুফ আহমেদঃ ওয়া আলাইকুম আসসালাম।
সাংবাদিক নিউজ২৪ঃ স্যার এখন আমার প্রশ্ন হলো। আপনি কেনো আপনার প্রোফাইল পিকচারে নিউজিল্যান্ডের প্রতাকা দিয়েছেন,আপনার ফটো সরিয়ে?
ইউসুফ আহমেদঃ নিউজিল্যান্ডের মসজিদে হামলায় ৫০ জন মুসলিম নিহত হয়। নিউজিল্যান্ডের পতাকায় নামাজরত মুসল্লিদের সারিবদ্ধ লাইন আছে। নিহতদের স্মরনে আমার এই প্রচেষ্টা।
সাংবাদিক নিউজ২৪ঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান সম্পর্কে কিছু বলবেন?
ইউসুফ আহমেদঃ তার সম্পর্কে বিষয় কিছু জানি না। তবে এটুকু বুঝতে পেরেছি তিনি একজন মানবতাবাদী মহিলা।
এরপর তিনি আরো বলেনঃ-
নিজের দেশকে অবশ্যই সম্মান করা উচিৎ কিন্ত অন্য দেশকে অসম্মান করে নয়। পৃথিবীর সকল দেশের সকল মানুষের মঙ্গল আমি সব সময়ই কামনা করি।

Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

আপনি 2022 সালে এই বক্স অফিস হিটগুলির কয়টি দেখেছেন?