ব্লগ ভিজিটির কিভাবে বাড়ানো যায় সে সম্পর্কে ১০ টি ব্লগার টিপস
ব্লগ ভিজিটির কিভাবে বাড়ানো যায় সে সম্পর্কে ১০ টি ব্লগার টিপস
পাঠককে আকর্ষণ করে এমন ব্লগ তৈরি করা যা প্রতিটি ব্লগারের লক্ষ্য।আমরা সবাই জানি যে একা একটি ব্লগ পোস্ট লিখতে আমাদের হবে না। আমাদের ব্লগে এমন দর্শকদের থাকতে হবে যারা সামগ্রীটি পড়তে এবং কাজে লাগাতে পারে।
কেমন ব্লগ পাঠকদের আকর্ষণ করে?
ওয়ার্ডপ্রেস.কম এ মাত্র এক মাসে (ডিসেম্বর 2016, রিপোর্ট অনুশারে ) 73.9 মিলিয়ন পোষ্ট রয়েছে।
সৌভাগ্যক্রমে, দর্শকদের জন্য আরো অনেক কিছু ফিরে আসতে আমরা অনেক কিছু করতে পারি। আমরা দীর্ঘ সামগ্রী লিখতে পারি, সোশ্যাল মিডিয়ার সাথে সেই কন্টেন্টটি সংযুক্ত করতে পারি, আমাদের ব্লগকে প্রচার করতে পারি, অনন্য বৈশিষ্ট্যগুলি সরবরাহ করতে পারি ইত্যাদি।
সর্বশেষ ব্লগ পোস্টে, আমরা ব্লগ ভিজিটিং বাড়ানোর জন্য বক্স পদ্ধতির কিছু ট্রিক দিযচ্ছি:
ব্লগ পাঠকত্ব বৃদ্ধি করার জন্য বিশেষজ্ঞ টিপস
একটা ভাল ছবি
"আপনি কিভাবে আপনার ব্লগ পাঠকদের বৃদ্ধি করবেন ?"
উত্তরঃ অনেক চিন্তার ছিল। যখন আমি কোন কিছু সংগ্রহ বা যেকোন কিছু সম্পর্কে জানতে অনলাইনে ঘোরাঘুরি করি, তখন আমি অনেক দরকারী টিপস শিখেছি।
১. প্রথমে একটি আদর্শ ব্লগ বানাতে চাইলে একটি নিদিষ্ট ক্যাটাগরি খুজতে হবে
ফর একযাম্পল [b] আপনি একটা ব্লগ বানালেন সেখানে কোন নিদিষ্ট ক্যাটাগরি নেই তাহলে আপনার ব্লগে তেমন কোন মানুষের দৃষ্টি আকর্ষণ করেবে না সুতরাং, প্রথমে যেকোন একটা বিষয়ের উপরে আপনাকে ব্লগ বানাতে হবে ![/b]
২. ভিজিটর দের সব সময় সেরা কিছু দেওয়ার চেস্ট করবেন মনে করুন একটা নতুন সম্পর্কে জানানোর
৩ কখনো ধোকা দেওয়ার চেস্টা করবেন না মনে করুন একটা পোস্টের টাইটে দিয়েছেন এক আর পোস্ট আরেক এই প্রতারণা থেকে বিরত থাকুন এটা আপনার ব্লগার সাইটের জনপ্রিয়তার একটা বড় বাধাগ্রস্ত করবে
৪ এমন কিছুদিন যেটা সবার উপকারে আসছে সেটা নিয়ে পোস্ট লেখুন একটা কথা মাথায় রাখুন কোন ইউজার আপনার সাইট থেকে যদি ভাল কিছু পায় তাহলে সে আবার৷ আসবে ভাল কিছু খুজবে
৫. কোন প্রকার সংক্ষিপ্ত বর্ননা দিবেন না আপনার প্রকাশিত লেখাগুলো শত বছর ধরে থাকবে এবং সেই অনুযায়ী লিখবেন
• ৬ আপনার পাঠকদের আকর্ষশীত করতে আপনার গল্প কৌশল বা পোস্ট লেখায় একটু সময় নিবেন ।
৭ [b]আমি এডসেন্স পেয়েছি আজকেই ৫--৬$ ইনকাম করবো [/b] এমন মাইন্ড রাখবেন না
এতে আপনার এডসেন্স ডিজেবল হবে অবশ্যই
যে দিন দেখবেন ২০০০+ পোস্ট সম্পুর্ণ হয়েছে তখনই ডেলি ৩০০+ ভিজিটিং পাবেন অটোমেটিক যত কন্টেন্ট থাকবে তত র্যাংকিং পাবেন
৮. কপিরাইট পরিহার করুন আপনি এমন একটি পোস্ট করেছেন যেটা অলরেডি করা হয়েছে তো সেই পোস্ট র্যাংকিং করবে না
৯. ২০ থেকে ৪০ ওয়ার্ড এর মধ্যে টাইটেল লিখুন
কম ওয়ার্ডের টাইটেল র্যাংকিং করে
১০. আপনার ব্লগের নাম অনুশারে ফেসবুক টুইটার গুগুল প্লাস ইত্যাদি তে পেজ
খুলুন
তাতে আপনার পোস্টর লিং শেয়ার করে রাখুন
ইনশাল্লাহ এই ট্রিপ্স গুলো ভালো করে কাজে লাগানোর মাধ্যমে আপনি সহজে সফলতা পেতে পারেন
Comments
Post a Comment
Thanks