১০০০+ ফেসবুক প্রোফাইল পিকচার ক্যাপশন
রোমান্টিক ফটো ক্যাপশন
সবুজের কাছে সমঝোতা ছিঁড়ে, এসেছিলো ঝড়!!! শাখা প্রশাখার সাথে ঝরে গেছে অবুজ পাতা। তবু শেকড়ের মায়া জালে, রয়ে গেছে সে।ওহে ক্ষণিকও আলোকে...আখিরও পলোকে। তোমায় যবে পায় দেখিতে!!! ইতি ''নাই বা লিখলাম ''
মিষে যাবে পৃষ্ঠের আচড়ে দাগ হয়তো... কিন্তু, ওষ্ঠ অধরের সম্বন্ধ অমৃত!!!
অন্ধকার যতই কালো হোক না কেন!! হাল্কা একটু আলোর সংস্পর্শে আসলে........ তা বিলিন হয়ে যায়।
ভালোবাসার আলোয় রাত আলোকিত হয় বলেই, হয়তো সূর্য অস্ত যায়।
বেনামি সপ্নগুলোর রুপ,বাস্তবে আক্ষায়িত করার লক্ষে, কোন এক জনের প্রতিক্ষাই থাকতে থাকতে..... প্রতিনিয়ত বাস্তব জীবনকে..... #সাদা_কালো করে চলছি!!
এই চোখের গভীরতা মাপতে এসো না 😎😎 মায়া জালে আকটা পড়ে যাবা
ভালোবাসা যেখানে সীমাহীন.... সেখানে অবস্থানের দূরত্ব কিছুই নাহ!
তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে”।
তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে”।
“ প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। ”
তুমি মানে যেন Back space এ জমে থাকা, এক অভিমানী ভীতু মহাকাব্য..।।
মোমবাতি যেখানে রেফারি, খেলোয়ার যেখানে মুখোমুখি বসে থাকা, তুমি আর আমি। সেখানে ফলাফল টা শুধুই প্রণয়।
Attitude ফটো ক্যাপশন
সত্যিই আজ অযথা তোমার শহরে হারিয়ে যাচ্ছি ধীরে ধীরেবাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
আমি একা! বড় একাকীত্ব ছেয়ে আমি। ঘন অন্ধকারে তুই ছিলি আমার- এক রশ্মি আলো অনেক বেশি দামী!
সেই সেদিন থেকে ঝুলে শূন্যের কাটা-তারে ; দিকভ্রান্ত, বিভ্রান্ত আমি মিথ্যে মরিচিকায় তোমাকে খুঁজেছি। কিন্তুু আজও দেখা মেলেনি
ইচ্ছে গুলো খুবই ছোট, তবুও কেনো জানি অপূর্ণই'' থেকে যায়.....
পৃথিবীর যোগ্যতম মানুষটিই সুন্দরীর বক্ষে মাথা রেখে ঘুমানোর অধিকার রাখে।💃 বাকিরা খরচের খাতায়
কৃত্রিম হাসির আড়ালে লুকিয়ে থাকে · এক একটা দিনের রক্তক্ষরণের গল্প
জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়।
জীবনে কেউ কারো পরিপূরক হতে পারে না, প্রতিটি জীবনই কারো না কারো ভালবাসার মায়ায় বাঁধা।
কুয়াশার গন্ধ বড়ই শীতল, প্রকৃতিময় একটি গন্ধ, বুক ভরে নিঃশ্বাস নিলে, দেহ মন সতেজ হয়ে যায়।
তোমার খোঁজে হাজার বর্ষা হেঁটে এসে শুনি- এ পথে আসোনি তুমি।
চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে!!! তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না…
Comments
Post a Comment
Thanks