সেরা ভালোবাসার কবিতা গুচ্ছ | ভালোবাসার কবিতা

ভালোবাসার কবিতা |   সেরা ভালোবাসার কবিতা  |

ভালোবাসার কবিতা গুচ্ছ

ঝেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখ এই প্রাণ। দু-চোখের নিভু নিভু কালোয়, যে আলোয় ভেসে আসো তুমি। মনে হয়, মিশে যাই, তোমার আরো কাছে  

তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গে ছবি. তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি.. তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল, তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল

দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে. কেউ কাঁদে কেউ হাঁসে, তাতে কি যায় আসে. খুঁজে দেখো আশে পাশে, কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে  

রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা.. বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত, আমার কাছে তুই যে বন্ধু ..ওই আকাশের চাঁদ…..! 

মন বলে কিছু কথা, হৃদয়ে আছে গাঁথা, মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক বেথা, যদি সময় থাকে শুনে নিও আমার কিছু কথা.. আমি এখন বড্ড একা 

হারিয়ে গেছে অনেক কিছু – সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশা পাশি আঁকড়ে ধরা হাত. হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতোজন। 

আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে । কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে, বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে !

আমি হইতো তোমার জীবনের গল্পের একটা ছেড়া পাতা, হইতো একদিন আমাকে ভুলে যাবে, আর আমি চাইলেও তোমাকে ভুলতে পারবনা, কারণ তুমি আমার জীবনের গল্প,গল্পের পাতা নয়
সেরা ভালোবাসার কবিতা গুচ্ছ | ভালোবাসার কবিতা

ভালোবাসার কবিতা মেসেজ 


তোমাকে বুঝিনা প্রিয়, বোঝনা তুমি আমায়। দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়!

কাঁকন হয়ে হাত ছুতে চাই, কাজল হয়ে চোখ ছুতে চাই। হৃদপিণ্ড থামার আগে অন্তিম ইচ্ছা আমার, লহু রূপে শিরায় শিরায় বহমান হতে চাই। 

আমি চাই কেউ আমাকে ভালোবাসুক। সময়ে না হোক, অসময়ে আরো কাছে আসুক, আমি চাই কেউ আমাকে ভালবাসুক।

সফলতার স্বাদ সেতো বড়ই মিঠা, স্বপ্ন যদি নাই দেখি তো সত্যি হবে কিতা? বার বার খেয়েছি হোঁচট তবু স্বপ্নে ধরেনি চিঁর, লক্ষ্য আমার ঠিকই আছে বয়ে নিয়ে চলেছি তীর। সফল যে মোর হতেই হবে সব ব্যর্থতাকে ভুলে, নিজের কাছেই প্রমান দেব আমিও পারি দাড়াতে মাথা তুলে।

এখানে আম জনতার মরার হিড়িক, লেগে আছে দিনে রাতে দিক বিদিক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই জামানায়, পাছে কাফনের কাপড়ের দাম না বেড়ে যায়। 

ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে মোরগ ডাকলে ভোর, কুকুর ডাকলে লেজ গুছিয়ে ছিটকে পালায় চোর। পেঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ , হঠাৎ কোন বিপদ নাকি কাকের ডাকের কারণ। পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে, বৃষ্টির মাঝে রোদ হাসলে নাকি শেয়াল মামার বিয়ে। সত্য-মিথ্যা যাচাই করি টিকটিকির টিক ডাকে, বউ পাগল হয় সেই ছেলেটা ঘাম থাকে যার নাকে। হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে, বসা নাকি যাবে নাকো ঘরেরই চৌকাটে। যাত্রা নাকি অশুভ হয় দেখলে কলস পথে, কাড়িকাড়ি টাকা আসে চুলকালে ডান হাতে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরুব্বিদের মানা, কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা।। 

প্রত্যেকটা মুহূর্ত ছায়ার মত পাশে ছিলাম, এক ইশারায় দুনিয়া ছাড়তে রাজি ছিলাম, সমুদ্রের মাঝখানে এসে হাত ছেড়ে দিয়েছে, কি দরকার ছিল...আগে যদি বলত তবে, সমুদ্র কিনারেই ডুবে যেতে রাজি ছিলাম, 

ধ্যানে জ্ঞানে ছিল সে, স্বপ্নেও ছিল সেই, আফসোস, তার স্মরণে ছিলামই না আমি। আমি জাগতে থাকি, পুরা দুনিয়া ঘুমিয়ে যায়, একমাত্র বৃষ্টিই ছিল, যে আমার কান্নায় সঙ্গ দিয়ে যায়।
সেরা ভালোবাসার কবিতা গুচ্ছ | ভালোবাসার কবিতা মেসেজ | ভালোবাসার কবিতা


বাংলা ভালোবাসার কবিতা

যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে, তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে। কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই, যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই  

ভালবাসা। ভালবাসা চিরদিন বেচে থাকে, কখনো কবিতা হয়ে,কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি, কখনো আবার কারো চুকের জল হয়ে. 

আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালোবাসা নিব, দাও তুমি কত ভালোবাসা দিবে আমায় । বিনিময়ে একটি হৃদয় তোমাকে দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয় 

আজকের এই দিন গুলো কাল সৃতি হয়ে যাবে, মনের খাতায় কোনো পাতায় লেখা হয়ে রবে। কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো, আবছা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে

মন বলে কিছু কথা, হৃদয়ে আছে গাঁথা, মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক বেথা, যদি সময় থাকে শুনে নিও আমার কিছু কথা.. আমি এখন বড্ড একা 

রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা.. বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত, আমার কাছে তুই যে বন্ধু ..ওই আকাশের চাঁদ

তুমি আমাকে বিশাল একটা আকাশ দিলে, কিন্তু স্বপ্ন দিলা না “মেঘ হয়ে অঝর বৃষ্টি দিলে, কিন্তু একবার ভিজ্থে দিলানা” এমন এ ভালোবাসলে, কিন্তু আপন করে নিলানা।
কস্টের ভালোবাসার কবিতা | সেরা ভালোবাসার কবিতা | নতুন ভালোবাসার কবিতা |

মিস করার ভালোবাসার কবিতা   


কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে

আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালবাসা নিব, দাও তুমি কত ভালবাসা দিবে আমায়, বিনিময়ে একটা হৃদয় তোমায় দিব যা কখনো ফিরিয়ে নিবার নয়।

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।

চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো, আমিও তেমনি একজনকে ভালবাসি। তোমার ভালবাসা যেমন কেব ভুজেনা, তেমনি আমার ভালবাসা ও সে বুঝেনা। 

জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ। থেকে যায় সুধু অনাবিল সূখ

একটু কানে শুনো। এক টু আমায় জানো? একটু সময় দিয়। এক টু খবর নিয়ো? একটু যখন একা। এক টু দিয়ো দেখা? একটু নিয়ো খোঁজ। এক টু ভেবো রোজ? একটু আমায় ডেকো। ভীষন ভালো থেকো??? 

Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

আপনি 2022 সালে এই বক্স অফিস হিটগুলির কয়টি দেখেছেন?