সুন্দর পিকচার | পিকচার ফুলের | বাংলা পিকচার | পিকচার ডাউনলোড
আপনি ফেসবুকে ছবি আপলোড করার সময় কি অনেক ভাবনা চিন্তা করে আপলোড করেন, নাকি যে ছবিটা পছন্দ হল সেটাই আপলোড করেন? সম্প্রতি ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার একদল গবেষক তাদের গবেষণায় তুলে ধরেছেন, প্রোফাইল পিকচার আপনার ব্যক্তিত্ব সম্পর্কে আসলে অনেক কথাই বলে!
সেরা জবাফুলের পিকচার
এই ফুলের পাতার অকূতি অনেকটা ডিমের মতোই। পাতার চারদিকে অনেকটা করাতের মতো দাত। আর সম্মুখভাগ সরু। এ সময় জবা শুধু ফুলবাগানেই নয়, পথের দুধারে কিংবা শহরের লনে সবুজ ঘাসের সঙ্গেও দেখা যায়। এই ফুলটি মোহনী করে প্রকূতিকে। ফলে-ফলে প্রকৃতিকে এইসব ফুল যেনো সব সময় মানুষের হৃদয়কে নাড়া দেয়। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে।অসাধারণ কিছু গোলাপ ফুলের পিকচার
পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল হলো স্রষ্টার উপহার। গাছ থেকেই ফুল, ফুল থেকে ফল। গাছ দেয় সুশীতল ছায়া, খাবার, জ্বালানি, বাসস্থান তৈরির কাঠ।গোলাপ ফুল যে সৌন্দর্যের প্রতীক, তাই নয়। এর রয়েছে বহুমুখী ব্যবহার। গোলাপের পাপড়ি থেকে জ্যাম,জেলি প্রস্তুত করা হয়। পার্সি,চীন ও ভারতে গোলাপজলের প্রচলন ঘটে।সুগন্ধির জন্য গোলাপজল ব্যবহার করা হয়।গোলাপ ফুলের সুবাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়।যেমন:পারফিউম,সাবান ইত্যাদি।গোলাপে গেনারিয়ল নামে একটি অ্যারোম্যাটিক অ্যালকোহল জাতীয় পদার্থ পাওয়া যায়।যা এর সুগন্ধের জন্য দায়ী।
Comments
Post a Comment
Thanks