ঈদ মোবারক | ঈদ মোবারক ছবি | ঈদের পিকচার | ঈদের এসএমএস
ঈদের সালাম নিও,দোয়া করো আগামী বছর
কাটিয়ে উঠতে পারি যেন এই তিক্ত বছরের
সমস্ত ব্যর্থতা।
অন্ততঃ ঈদের দিন সাদাসিধে লুঙ্গি একখানি,
একটি পাঞ্জাবী আর সাদা গোলটুপি
তোমাকে পাঠাতে যেন পারি;
আর দিতে পারি পাঁচটি নগদ টাকা।”
ঈদ মোবারক, সালাম বন্ধু, আজি এই খোশরোজে
দাওয়াত কবুল কর মানুষের বেদনার মহাভোজে।
কহিব কি আর, চির-মানুষের ওগো বেদনার সাথী,
ঈদের এ দিন শেষ হয়ে আসে, সমুখে ঘনায় রাতি।’
চাহি নাকো দুম্বা উট,
কতটুকু দান? ও দান ঝুট।
চাই কোরবানি, চাই না দান।
রাখিতে ইজ্জত ইসলামের
শির চাই তোর, তোর ছেলের,
দেবে কি? কে আছ মুসলমান?
ঈদ মোবারক, ঈদ মোবারক।
দোস্ত দুশমন পর ও আপন
সবার মহল আজি হউক রওনক
যে আছ দূরে যে আছ কাছে
সবারে আজ মোর সালাম পৌঁছে
সবারে জানাই এ দিল্ আশক।
এই ঈদ বিধাতার কি যে শুভ উদ্দেশ্য মহান,
হয় সিদ্ধ, বুঝে না তা স্বার্থপর মানব সন্তান।
এ ত নহে শুধু ভবে আনন্দ উৎসব ধুলা খেলা।
এ শুধু জাতীয় পুণ্যমিলনের এক মহামেলা। ”
দিন গেল বেস,,, ঈদ হল শেষ গরু চলে গেল,,, গোস্ত রান্না হল... সারাদিন ছিলাম ব্যস্ত,,, এখন আমি আয়েশি... এড্রেস দাও তাড়াতাড়ি,,, কালকে যাব তোমার বাড়ি..
ভোর হলো দুর খোল, চোখ মেলে দেখরে। রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে। নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে . ঈদ চলে এল সবার দুয়ারে। শুভেচ্ছা রয়লো সবাইকে . ঈদ মোবারক । ভোর হলো দুর খোল, চোখ মেলে দেখরে। রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে। নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে . ঈদ চলে এল সবার দুয়ারে। শুভেচ্ছা রয়লো সবাইকে . ঈদ মোবারক ।
আজকে খুশির বাধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই ঈদ এসেছে , শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে, সবার ঘরে আজ ঈদ এসেছে, সেই দিন আর নয় বেশি দুর, রমযান শেষ হলে কাটবে অপেখখার ঘোর,,, ''ঈদ মোবারক”
আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক !
দ এস এম এস ২০২০ 2020 বাংলা ঈদ sms ঈদের শুভেচ্ছা মেসেজ ঈদের দাওয়াত sms
কষ্টের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি। তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক। সবাইকে জানাই ঈদ মোবারক।
আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। পোলাও কোরমার সাথে দিব 7আপ খেতে। ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে। ঈদ মোবারক।
ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়, আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়। "ঈদ মোবারাক"
হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম, আর মাত্র কয়েক দিন | আসছে সবার খুশির দিন ! নতুন জামা কিনে নিন, সময় নেই বেশি দিন| দাওয়াত রইল অগ্রিম, আসবেন কিন্তু ঈদের দিন, অপেক্ষায় থাকবো সারাদিন.,
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন । তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ । বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে । ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন ।
তুমি হাসি খুশী থেকো যেমন হাসি থাকে ফুলে, দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে, দুহাত উড়ায় আজ আকাশে হয়ে যাও আজ পাখি আজ হলো তোমার খুশীর ঈদ, বৃষ্টি আসবে……
আর বাড়ির ছাদ ভিজবে না এমন কি হয় ? চাঁদ উঠবে……
আর জসনা থাকবে না এমন কি হয় ? বাগানে ফুল ফোটবে……
আর তুমি সুবাশ পাবে না এমন কি হয় ? আর ঈদ আসবে……
তুমি দাওয়াতপাবে না এমন কি হয় ? ঈদের দাওয়াত রইলো ঈদ মোবারাক কিছু কথা অব্যাক্ত রয়ে যায় কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়, কিছু সৃতি গোপনে কাঁদায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় । ***** ঈদ মোবারাক *****
রং লেগেছে মনে মধুর এই ক্ষনে তোমায় আমি রাঙ্গিয়ে দেবো ঈদের এই দিনে ” শুভ ঈদ মোবারাক ”
ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ? খুশীর আভাসে আজ পৃথিবী দোলে, তোমার জন্য ছিলো কত অপেক্ষা তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
*””” ঈদ মোবারাক “””*
হাঁসের ডিন মুরগির ডিম দেখা হবে ঈদের দিন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী ঈদের দিন দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি ।
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে। খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে। সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক। “ঈদ মোবারক”
SMS 11 দূরের মানুষ আসুক কাছে, কাছের জন থাকুক পাশে, মন ছুটে যাক তোমার টানে, নয়া চাদের আগমনে, কাটুক খুশি সবার মনে ঈদ মোবারক
SMS 12 ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা। ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি। ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি। ঈদ মোবারক
ঈদ মোবারক । ঈদকে সামনে রেখে আমাদের এই ঈদের মেসেজ অ্যাপ । এমন এমন মেসেজ রয়েছে এই অ্যাপটিতে দিয়ে আপনি প্রিয়জনকে আপনার মনের কথা অনায়াসে বলতে পারবেন।
বন্ধুকে ঈদের মেসেজ
ঈদের সেরা মেসেজ
ঈদের শুভেচ্ছা মেসেজ বাংলা
অগ্রিম ঈদের দাওয়াত
ঈদের নতুন ছন্দ
প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা
ঈদের মেসেজ ২০১৯
ঈদ মেসেজ ২০২০
ঈদ পিকচার ২০১৯,
ঈদ পিকচার ভিডিও,
ঈদ পিকচার 2019,
ঈদ পিকচার ডাউনলোড,
ঈদ পিকচার হিন্দি,
ঈদের অগ্রিম পিকচার,
ঈদ মোবারক পিকচার অগ্রিম,
ঈদের আগে পিকচার,
ঈদ উল আযহা পিকচার,
ঈদ উল আযহার পিকচার
ঈদ উপলক্ষে পিকচার,
ঈদ মোবারক নিউ পিকচার,
ঈদের পিকচার এর গান,
ঈদ এসএমএস পিকচার,
ঈদ মোবারক এর পিকচার,
ঈদ মোবারক এনিমেশন পিকচার,
ঈদ মোবারক গিফট পিকচার,
ঈদের পিকচার চাই,
ঈদের ছন্দ পিকচার,
ঈদের ছন্দের পিকচার,
ঈদ মোবারক পিকচার ডাউনলোড,
ঈদ এস এম এস | ঈদ মোবারক পিকচার | ঈদের শুভেচ্ছা মেসেজ বাংলা | ঈদের ছবি | ঈদের পিকচার
ঈদ মোবারক পিকচার|ঈদ এসএমএস | ঈদের শুভেচ্ছা মেসেজ বাংলা | ঈদের ছবি | ঈদের পিকচার
ঈদের এস এম এস শুভেচ্ছাঃ
বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিনা বাড়িতে ? খেতে দেবো হাড়িতে ।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহন করো
। ঈদ মোবারাক ।
আসবে কিনা বাড়িতে ? খেতে দেবো হাড়িতে ।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহন করো
। ঈদ মোবারাক ।
ঈদের কবিতা sms:
ঈদের হাওয়া লাগুক প্রানে,
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া ।
^^^^^ঈদ মোবারাক^^^^^
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া ।
^^^^^ঈদ মোবারাক^^^^^
ঈদের শুভেচ্ছা বার্তা মেসেজ
তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে, দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে, অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ, এই কামনায় বন্ধু তোকে "ঈদ মোবারক"
যেদিন দেখব ঈদের চাঁদ, খুশি মনে কাটবে রাত। নতুন সাজে সাজব আজ, আজ হলো ঈদের দিন আনন্দে কাটবে সারাদিন। ঈদ বোবারক
হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম, আর মাত্র কয়েক দিন | আসছে সবার খুশির দিন ! নতুন জামা কিনে নিন, সময় নেই বেশি দিন| দাওয়াত রইল অগ্রিম, আসবেন কিন্তু ঈদের দিন, অপেক্ষায় থাকবো সারাদিন..
সারা দেশে চলছে ঈদের উত্সব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি। ঈদ মোবারক।
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে। ঈদ মোবারক।
Comments
Post a Comment
Thanks