HSC Economic suggestion 2020 || 1st and 2nd paper
সামনে এইচএসসি পরীক্ষা তাই সবাই নিজের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত। সবাই পরীক্ষার আগে সব বিষয় আর একবার ঝালাই করে নিচ্ছে । আসলে পরীক্ষার বেশ কিছু দিন আগে থেকে সকল বিষয়ের দূর্বলতাগুলো কাটিয়ে উঠা বেশ জরুরী । আজকে আমরা এইচএসসি অর্থনীতি ১ম পত্র নিয়ে আলোচনা করব। HSC Economic suggestion 2020
কিছু পরামর্শ :
পরীক্ষায় সব বিষয়ই সমান গুরুত্বপূর্ণ । তাই চেষ্টা করবে সকল বিষয়কে সমানভাবে গুরুত্ব দিতে । অনেক শিক্ষার্থীর মধ্যেই অর্থনীতি নিয়ে একটা বিশেষ ভীতি লক্ষ্য করা যায় । তারা বিভিন্ন লেখচিত্র ও টুকটাক কিছু বিষয় দেখে এটাকে অনেক ভয় করতে শুরু করে। ভয়ের কিছু নেই তুমি একটু সময় নিয়ে বস দেখবে সব সহজ মনে হবে । আর একটি আশার বাণী হল, অর্থনীতি ১ম পত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো পড়লেই কিনা যথেষ্ট । কিছু কমন প্রশ্ন আছে এক বছর পরপর ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাই এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই । তোমার প্রস্তুতিকে সহজ করতে আমরা আজকে অর্থনীতি ১ম পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দিব । আশা করি এগুলো থেকেই কমন পড়বে । তাহলে দেখে নেওয়া যাক, এইচএসসি অর্থনীতি ১ম পত্রের সাজেশনটি –
এইচএসসি অর্থনীতি ১ম পত্র সাজেশন ২০২০
HSC Economic suggestion 2020
এইচএসসি অর্থনীতি ২য় পত্র সাজেশন ২০২০
মাদের হয়ত সবাই প্রায় শেষ । এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও একবার ঝালাই করে নিলে আরও ভাল হয় । তাই আমরা তৈরি করেছি এইচএসসি অর্থনীতি ২য় পত্র সাজেশন । আশা করি এখান থেকেই কমন পাবে । কিন্তু কোনভাবেই এটার উপর পুরোপুরি নির্ভর করবে না । কারণ সাজেশন কোন সময়ই ভাল প্রস্তুতির সহায়ক নয় । এটা তোমাকে সাময়িক সহযোগিতা করবে । তুমি শুধু তোমর মূল প্রস্তুতির সাথে সাজেশনটাকে একটা সাপোর্ট মনে করতে পার । তাহলে দেখে নাও এইচএসসি অর্থনীতি ২য় পত্র সাজেশন সাজেশনটি ।
HSC Economic suggestion 2020hsc economic suggestion 2020
Comments
Post a Comment
Thanks