কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখবেন how to write javascript প্রোগ্রাম লেখার পদ্ধতি (Method of writing program)
প্রোগ্রাম লেখার পদ্ধতি (Method of writing program)

জাভাস্ক্রিপ্ট একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ।সাধারণত যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম করার জন্য কম্পাইলার প্রয়োজন হয়। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে যদিও ওয়েব পেজে প্রোগ্রাম করা যায় তার পরেও জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরির জন্য বিশেষ কোন কম্পাইলারের প্রয়োজন নেই।জাভাস্ক্রিপ্টে প্রোগ্রাম লেখার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর notepad ব্যবহার করলেই চলে, তবে বাড়তি সুবিধা পাওয়ার জন্য এডভান্স এডিটর হিসেবে Dreamweaver এবং Notepad++ ব্যবহার করা যেতে পারে।
প্রোগ্রাম প্রদর্শন পদ্ধতি
একটা নোটপ্যাড open করে প্রয়োজনীয় প্রোগ্রামের code লিখে HTML ফাইলের সাথে যুক্ত করে HTML ফাইলটি Mozilla Firefox, Internet Explorer, Opera বা Google Crome যে কোন ব্রাউজার দিয়ে প্রদর্শন করা যাবে।জাভাস্ক্রিপ্টে লেখা কোড কিভাবে HTML ফাইলের সাথে যুক্ত করতে হয় তা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে।
নিচের এনিমেটেড টেক্সট ইফেক্টটি জাভাস্ক্রিপ্ট HTML ফাইলের সাথে যুক্ত করে তৈরি করা।
Comments
Post a Comment
Thanks