মেসি ছিলেন, তবে -প্রথম আলো

লিওনেল মেসি, 

কোপা ডেল রে-এর সেমি ফাইনালে প্রথম লেগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বার্সেলোনার হয়ে গোল করেছেন ম্যালকম। রিয়ালের একমাত্র গোলটি করেন লুকাস ভাসকেজ। এল ক্লাসিকো মানেই অন্যরকম কিছু, বাড়তি উত্তাপ, উত্তেজনার ফুলঝুরি।    মাঠের খেলায়তো বটেই মাঠের বাইরেও সে উত্তাপের আঁচ পাওয়া যায় খানিকটা। চোটে পড়া মেসি ন্যু ক্যাম্পে নামবেন কি না সেটা নিয়েই সংশয় ছিল। বার্সেলোনা সমর্থকদের মুখের হাসি চওড়া করে মেসি খেলেছেন। তবে দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে কুতিনহোর বদলি হিসেবে নামা আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি বার্সেলোনাকে। ম্যাচের শুরুতেই ১-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষদিকে ম্যালকমের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে। বিস্তারিত আসছে...প্রথম আলোর প্রত্রিকায়

Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

আপনি 2022 সালে এই বক্স অফিস হিটগুলির কয়টি দেখেছেন?