সালাম দিয়ে সংসদে বক্তব্য দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

‘আসসালামু আলাইকুম,’ বলে পার্লামেন্টে বক্তব্য শুরু করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আজ মঙ্গলবার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এভাবেই বক্তব্য শুরু করেন তিনি।
জেসিন্ডা বলেছেন, নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলাকারীকে আইনের সর্বোচ্চ সাজা ভোগ করতে হবে। সে নিউজিল্যান্ডের প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা পাবে।



তিনি বলেন, তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে সে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু সে কুখ্যাতি ছাড়া আর কিছুই পায়নি। তার এই জঘন্য কাজের জন্য আমি কখনোই তার নাম উচ্চারণ করব না।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, সে একজন সন্ত্রাসী। সে একজন চরমপন্থী।
সূত্র : এএফপি

Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

আপনি 2022 সালে এই বক্স অফিস হিটগুলির কয়টি দেখেছেন?