গুগল থেকে যে কোনো তথ্য সহজে খুঁজে বের করার উপায় |গুগল সার্চ টিপস – দ্রুত ও নিখুত ফলাফলের কিছু কৌশল
গুগল থেকে যে কোনো তথ্য সহজে খুঁজে বের করার উপায়
বন্ধুরা কেমন আছেন সবাই? আজ ছোট একটিপ্রয়োজনীয় টিপস নিয়ে আপনাদের সামনে আসলাম,আমরা সবাই গুগলে কিছুনা কিছু প্রতিদিন খুঁজে বেরকরি, আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলোআরও সহজে খুজে পেতে পারি এজন্য কিছু ট্রিকসআপনাদের সামনে দিচ্ছি আশা করি কোন ঝামেলাছাড়াই আপনি তথ্য খুঁজে পাবেন ।
গুগল থেকে যেভাবে যেকোনো সফটওয়্যারেরসিরিয়াল কি খুজে বেরকরবেন :
আপনি সার্চ বক্সে লিখুন 94FBRস্পেস দিয়ে আপনি যেসফটওয়্যারের সিরিয়াল কিখুজতেছেন তার নাম লিখে ক্লিককরুন ।
উদাহরনঃ 94FBR windows 7
এবার দেখুন windows 7সফটওয়্যারের সিরিয়াল কি আপনারসামনে হাজির ।
গুগল থেকে যেভাবে নির্দিষ্টইবুক বা পিডিএফ ফাইলখুজে বের করবেন :
আপনি সার্চ বক্সে লিখুন filetype:pdf স্পেস দিয়েআপনি যে ইবুক খুজতেছেন তার নাম লিখুন ।
উদাহরনঃ filetype:pdf photoshop
এবার দেখুন photoshop নিয়ে সকল ইবুক আপনারসামনে হাজির ।
গুগল থেকে যেভাবে নির্দিষ্টএকটা সাইট থেকে নির্দিষ্টকি ওয়ার্ডের সকল পোস্টখুজে বের করবেন :
আপনি সার্চ বক্সে লিখুনsite:www.pchelplinebd.com স্পেসদিয়ে আপনি যে কি ওয়ার্ড খুজতেছেনতার নাম লিখুন ।
উদাহরনঃsite:www.pchelplinebd.comসফটওয়্যার
গুগল থেকে যেভাবে নির্দিষ্টকি ওয়ার্ডের বিবরণ খুজেবের করবেন :
আপনি সার্চ বক্সে লিখুন define স্পেসদিয়ে আপনি যে কি ওয়ার্ডের বিবরণখুজতেছেন তার নাম লিখুন ।
উদাহরনঃ define Internet
এবার দেখুন Internet নিয়ে সকলবিস্তারিত বিবরন আপনার সামনে হাজির।
গুগল থেকে যেভাবেআপনার এলাকারআবহাওয়ার তথ্য খুজেবের করবেন :
আপনি সার্চ বক্সে লিখুন weatherস্পেস দিয়ে আপনি যে জেলাবিভাগে বা উপজেলার আবহাওয়ারতথ্য খুজতেছেন তার নাম লিখুন ।
উদাহরনঃ weather Tangail
এবার দেখুন Tangail জেলারবিস্তারিত আবহাওয়ার তথ্য আপনারসামনে
গুগল হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন । ৯০% ওবেশি মানুষ ভাল ফলাফলের জন্য শুধুমাত্রগুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। তবে মাঝেমাঝে এই খোজা খুজিই হয়ে ওঠে মহাবিরক্তিকর। কেননা গুগলের মাধ্যমে কাঙ্খিতফলাফল পাওয়া অনেক সময় দুঃসার্ধ হয়ে ওঠে।কিন্তু কিছু সহজ কৌশল ব্যবহার করে অনেকদ্রুত ও কম সময়ে নিখুত ফলাফল পাওয়া সম্ভব।পূর্বে গুগলে সার্চিং কৌশল নিয়ে আরো 1টি পোষ্টকরেছিলাম। তবে এই পোষ্টটি ওয়েরমাষ্টার এবংযারা SEO এর কাজ করেন তাদের জন্য বেশিকার্যকর হবে।
নির্দিষ্ট একটি ওয়েবসাইট মধ্যে অনুসন্ধান
গুগল সার্চ ইঞ্জিন দিয়ে একটি নির্দিষ্টওয়েবসাইটের মধ্যে অনুসন্ধান করা যায়। আরএভাবে সার্চের ফলাফল শুধুমাত্র একটি নির্দিষ্টওয়েবসাইট থেকেই পাওয়া যায়। ধরা যাকআপনি bartavubon.com সাইটের মোবাইলবিষয়র তথ্যগুলো পেতে চাচ্ছেন, তাহলে সার্চবারে লিখুন [মোবাইল site:bartavubon.com],ফলে গুগলের রেজাল্ট পেইজে শুধুমাত্র বার্তাভুবনের মোবাইল বিষয়ক তথ্যগুলো প্রদর্শিতহবে। আপনি চাইলে নির্দিষ্ট একটি ডোমেইনগ্রুপেও অনুসন্ধান করতে পারেন। যেমন[পাসপোর্ট site:gov.bd], ফলে শুধুমাত্র gov.bdডোমেইন থেকে ফলাফল আসবে।
- সার্চ বারে যেভাবে লিখবেন:
- বিষয় site: আপনার সাইটের নাম।
- উদাহরণ: মোবাইল site: .com
অনুরূপ ওয়েবসাইট অনুসন্ধান
গুগলের মাধ্যমে একটি ওয়েবসাইটের অনুরুপওয়েবসাইট সমূহ বা একই বিষয়বস্তু সম্পর্কিতঅন্যান্য ওয়েবসাইট সমূহ খুজে বের করা যায়।ওয়েবসাইটের SEO এবং অন্য সাইটের সাথেতুলনার ক্ষেত্রে এটা অনেক গুরুত্তপূর্ণ। ধরুনআপনি techtunes.com.bd এর অনুরুপওয়েবসাইটগুলো দেখতে চান। সেক্ষেত্রে গুগলসার্চ বক্সে লিখুন [related:techtunes.com.bd] ,ফলে গুগলের রেজাল্ট পেইজে শুধুমাত্রটেকটিউনসের অনুরূপ ওয়েবসাইটের তথ্যগুলোপ্রদর্শিত হবে।
- সার্চ বারে যেভাবে লিখবেন:
- related : আপনার ওয়েব সাইটেরনাম।
- উদাহরণ: related: trickbd com
ওয়েবসাইটের শিরোনামে অনুসন্ধান
আপনি যদি গুগলে আশানুরূপ ফলাফল না পেয়েহতাশ হয়ে থাকেন, তবে ওয়েবসাইটের শিরোনামেঅনুসন্ধানের কৌশলটি ব্যবহার করতে পারেন।আপনি যদি intitle: ট্যাগ ব্যবহার করে সার্চ করেনতবে গুগল বট যে সমস্ত ওয়েবসাইটের শিরোনামেআপনার কিওয়ার্ড রয়েছে শুধুমাত্র সেইসবওয়েবসাইট গুলো রেজাল্ট পেইজে প্রদর্শিতকরবে।
- সার্চ বারে যেভাবে লিখবেন:
- intitle:আপনার বিষয়।
- উদাহরণ: intitle:বাংলাদেশ
ইউআরএল এ (ডোমেইন নেম) অনুসন্ধান
ইউআরএল অনুসন্ধান শিরোনাম অনুসন্ধানেরমতই কাজ করে। এক্ষেত্রে গুগল বটইউআরএলের মধ্যে সার্চ করে থাকে।
- সার্চ বারে যেভাবে লিখবেন:
- inurl:আপনার বিষয়।
- উদাহরণ: inurl:
গুগলের মাধ্যমে ব্যাকলিঙ্ক অনুসন্ধান
গুগল পেইজ র্যাংক এবং গুগল সার্চ রেজাল্টেপ্রাধান্য বিস্তারের ক্ষেত্রে ব্যাকলিঙ্ক সবচেয়েগুরুত্বপূর্ন। অনেক উপায়ে অনলাইনে ব্যাকলিঙ্কপরীক্ষা করা যায়। কিন্তু গুগলের মাধ্যমেওয়েবসাইটের ব্যাকলিঙ্ক পরীক্ষা করা মনে হয়সবচেয়ে সহজ। আর এই জন্য link: ট্যাগটিব্যবহার করা হয়।
- সার্চ বারে যেভাবে লিখবেন:
- link: আপনার ডোমেইন।
- উদাহরণ: link:priyaamar.blogspot.com
ওয়েবসাইট বিষয়ক তথ্য অনুসন্ধান
গুগল সার্চে info: ট্যাগ ব্যবহার করে একটি নির্দিষ্টওয়েবসাইটের একাধিক তথ্য পাওয়া যায়। যেমনওয়েবসাইটের ব্যাকলিঙ্ক, ওয়েবসাইটের ক্যাশ,ওয়েবসাইটটি গুগলের ইনডেক্সে অন্তর্ভুক্ত আছেকিনা ইত্যাদি।
- সার্চ বারে যেভাবে লিখবেন:
- info:আপনার ডোমেইন।
- উদাহরণ: info: .com
ব্লক ওয়েবসাইটে প্রবেশ
আপনি কি এমন একটি সাইটে প্রবেশ করতে চান,যেটা আপনার কর্পোরেট ফায়ারওয়াল অথবাআপনার দেশে নিষিদ্ধ? এক্ষেত্রে গুগল আপনাকেসাহায্য করতে পারে। এই ভাবে একবার চেষ্টা করেদেখুন।
- সার্চ বারে যেভাবে লিখবেন:
- cache:আপনার ডোমেইন।
- উদাহরণ: cache: .com
Comments
Post a Comment
Thanks