Use of the right form of verbs- ৫০ টি গুরুত্বপূর্ণ নিয়ম

সাধারন নিয়মঃ
1) বাক্যের subject যদি third person ও singular number হয় তাহলে present indefinite tense এ verb এর সাথে s/es হয় । কিন্তু অন্য কোন Tense এ রকম হয় না ।
যেমন:
সে ভাত খায় - He eats rice.
সে নাচে- She dances.
মুকুল গান গায়- Mukul sings a song.
লক্ষ্য কর: উপরের বাক্য গুলোতে He, She, Mukul subject গুলো third person singular number(একবচন).
কিন্তু subject third person হয়েও যদি plural number(বহুবচন) হয় তাহলে verb এর সাথে s/es যুক্ত হয় না ।
যেমন:
তাহারা ভাত খায় - They eat rice.
মুকুল এবং মুনির গান গায় - Mukul and Munir sing a song.
এখানে subject গুলো হল plural (বহুবচন).

2. Present indefinite Tense এর বাক্যের subject third person ও singular number হলেও বাক্যটি যদি negative হয় তাহলে তাতে does not ব্যবহৃত হয় এবং তখন verb এর সাথে s/es হয় না ।
যেমন:
He goes to school. (affirmative)
He does not go to school. (negative)
Joly sings a song. (affirmative)
Joly does not sing a song. (negative)

3. Past or future Tense হলে verb এর সাথে s/es যুক্ত হয় না । সেক্ষেত্রে সেই Tense এর structure অনুযায়ী verb বসবে ।

4. Modal verb যেমন: can,could,may,might,shall,should,will,would,dare,need,ought to,have to, must এর পরে verb এর সাথে কোন কিছু যোগ না হয়ে verb এর present form বসবে ।
যেমন:
তোমার কাজটি করা উচিত - You should do the work.
তাকে অবশ্যই নাচতে হবে - She must dance.
মুকুলের যেকোন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার সাহস আছে - Mukul dare challenge any dire consequence.
হাফেজ লোকজনকে হাসাতে পারে - Hafez can make the people laugh.

5. yesterday,ago,last week, last month/year, day before yesterday(গত পরশু দিন) ইত্যাদি word বাক্যে ব্যবহৃত হয়ে যদি কাজটি ঐ সময় হয়েছিল বুঝায় তাহলে verb এর past form ব্যবহত হয় । বাংলা বাক্যটিতে verb এর রুপ present এর মত মনে হলেও ইংরেজীতে verb এর past form ব্যবহার করতে হয় ।
যেমন:
সুজন গতকাল বাড়ী এসেছে - Sujon came home yesterday.
আমি গত বছর ভারত গিয়েছিলাম - I went India last year.
6. অনেকক্ষণ ধরে একটি কাজ চলছে এরূপ বুঝাতে for এবং অনেক আগের কোন একটি মুহূর্ত থেকে একটি কাজ চলছে এই অর্থে since ব্যবহৃত হলে তার পূর্ববর্তী verb এর present perfect continuous tense হয় । যদি verb না থেকে কোন Adjective থাকে তাহলে তার পূর্বে have been / has been(present perfect tense) বসে ।
যেমন:
✘Inc:- He is ill(adjective) for two months.(সে দুই মাস যাবত অসুস্থ)
✔ Cort:-He has been ill for two months.
✘Inc:- ✘Inc:- It is raining for two hours.
✔ Cort:-It has been raining for two hours.
✘Inc:- ✘Inc:- She is reading in this school since 1989.
✔ Cort:-She has been reading in this school since 1989
right form of verb এর নিয়মাবলী, right form of verb এর নিয়ম পিডিএফ , ছন্দে ছন্দে right form of verb right form of verb এর নিয়ম pdf download সহজে, right form of verb, right form of verbs for ssc, right form of verb পদফ, verb এর লিস্ট
right form of verb এর নিয়মাবলী,  right form of verb এর নিয়ম  পিডিএফ , ছন্দে ছন্দে right form of verb right form of verb এর নিয়ম pdf download সহজে, right form of verb, right form of verbs for ssc, right form of verb পদফ,  verb এর লিস্ট, সহজে right form of verb, verb এর লিস্ট


Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

আপনি 2022 সালে এই বক্স অফিস হিটগুলির কয়টি দেখেছেন?