Have এবং Has এর ব্যবহার | use of have and has bangla

আশা করি আপনাদের Person সম্পর্কে ধারনা আছে। যাদের এ নিয়ে সমস্যা আছে তাদের জন্য বলছি I, We হল First Person আর You হল Second Person এছাড়া বাকি সব হল Third Person.


কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যা এক হলে সেটা Singular Number আর একের অধিক হলে সেটা Pural Number.

শুধু Third Person Singular Number এর ক্ষেত্রে Has আর বাকি সব ক্ষেত্রে Have ব্যবহৃত হবে। মরে রাখার জন্য এক লাইনে লিখে দিলাম। আসুন এখন কয়েকটি Example দিই।

I এবং We এর ক্ষেত্রে Have বসবে কারণ দুটোই First Person (Third Person Singular Number নয়)।
You এর ক্ষেত্রে Have বসবে কারণ You হল Second Person (Third Person Singular Number নয়)।


He, She, It এর ক্ষেত্রে কি হবে? অবশ্যই Has হবে কারণ এগুলো প্রত্যেকটিই Third Person Singular Number.

They এর ক্ষেত্রে কি হবে? They ও Third Person কিন্তু এটি Third Person Pural Number. সুতরাং এখানেও উপরের ফর্মুলা অনুসারে Have বসে They Have হবে।

এখন বলুনতো The Cat এর ক্ষেত্রে কি হবে? Have না Has?


=\Has/Have/Had এর ব‍্যবহার/=

Has..

Third Person singular number  এর সাথে Has বসে।
যেমন-
He has a red pen .
Ram has a car.
She has no money.

বাকি সব ক্ষেত্রেই Have বসে।
যেমন-
I have a Story book.
We have a big pond.
They have a new bat.

Had..

Had সব number ও সব person এর সাথে বসে।
যেমন-
 I had...
You had...
He had...
She had...

keyword:

had কখন বসে,  have কোথায় বসে, have has কোথায় বসে,  would have been এর ব্যবহার, being এর ব্যবহার, was ও were এর ব্যবহার, shall এবং will এর ব্যবহার, am is are কোথায় বসে,

Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

make facebook hack fishing site 2019 for free | খুব সহজে যে কারো ফেসবুক হ্যাক করুন