মিষ্টি প্রেমের ছন্দ সমূহ
সেরা মিষ্টি প্রেমের ছন্দ
তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গে ছবি. তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি..
তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল, তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল…….
দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে. কেউ কাঁদে কেউ হাঁসে, তাতে কি যায় আসে. খুঁজে দেখো আশে পাশে, কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে…….
আমার শোকে ছড়িয়ে দিও , জবা ফুলের লাল, বন্ধু আমি তোমার নিশী, জাগবো চির কাল…….
বন্ধুত্ব হলো, হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন. যখন হাতে কোনো আঘাত লাগে, তখন চোখের অশ্রু ঝরে. আবার, যখন চোখের অশ্রু ঝরে, তখন হাত টা মুছে দেয়…..
রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা.. বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত, আমার কাছে তুই যে বন্ধু ..ওই আকাশের চাঁদ…..!
আবার যদি রৌদ্র উঠে, মেঘ কেটে যায় মনের.. আমি তোমার সঙ্গী হবো, বন ফুলো বনের….
সারা শহর খুঁজে বেড়াই, তোমার যদি দেখা পাই, চোখ বুজলেই তোমায় দেখি, খুললে দেখি তুমি নাই……
রোজ সকালে রোদ পোহাতে, তোমার বাড়ি যাই. ধর বন্ধু আমার ঘরে, শীতের কাঁথা নাই…..
আমি এখন অন্ধকারে মেঘ লেগেছে ছাদে, তবু আমার বাসরী মন তোমার জন্য কাঁদে…..
আবার যদি বৃষ্টি নামে — আমিই তোমার প্রথম হবো… লেপ্টে যাওয়া শাড়ির মতো — অঙ্গে তোমার জড়িয়ে রবো ……..
মিষ্টি প্রেমের ছন্দ সমূহ
মন বলে কিছু কথা, হৃদয়ে আছে গাঁথা, মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক বেথা, যদি সময় থাকে শুনে নিও আমার কিছু কথা.. আমি এখন বড্ড একা……সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন. কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন. আপন মনে ঘুরে বেড়ায় নীল্ আকাশের বুকে. তাইতো নিজে দুখী হয়েও, সুখী সবার চোখে………..
আজকের এই দিন গুলো কাল সৃতি হয়ে যাবে, মনের খাতায় কোনো পাতায় লেখা হয়ে রবে, কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো, আবছা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে…..
মিষ্টি প্রেমের ছন্দ
হারিয়ে গেছে অনেক কিছু – সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশা পাশি আঁকড়ে ধরা হাত. হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতোজন কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়, কিছু উত্তর আজো মেলেনা, কিছু কথা আজো মনে পড়ে, কিছু সৃতি চোখে জল আনে, মরেও মরে না কিছু আশা, এরই নাম ভালবাসা…….
কখনো যদি দেখা হয়ে যায় দুজনার পথ চলার পথে, সে দিন ও দেখবে তুমি, আমি আছি বসে তোমারি পথো চেয়ে…..
যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে, তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে, কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই, যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই…….
রাতে চাঁদ, দিনে আলো. কেন তোমায় লাগে ভালো ? গোলাপ লাল, কোকিল কালো সবার চেয়ে তুমি ভালো. আকাশ নীল, মেঘ সাদা. গোয়াল ঘরে,তুমি …..
Comments
Post a Comment
Thanks