হারানো দিনের গান অডিও ডাউনলোড করুন


হারানো দিনের গান mp3 download

হারানো দিনের গান mp3 download

পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো


পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো
সেই পাহারটা বোবা বলে কিছু বলে না
তোমরা কেন বোঝনাযে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলেনা।।

ধরতে বুকে এক ফোটা জল কেউ জানেনা কত ব্যাথায়
মেঘের হৃদয় হল কাজল (২)
তোমরা দেখ বৃষ্টি নুপুর
দেখনা-----
আঘাত ছাড়া মেঘতো গলেনা
ঐকালো মেঘ বোবা বলে কিছু বলেনা
তোমরা কেন বোঝনা যে-------।।

এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে

এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে
সে আছে নিজেকে নিয়ে
আমিতো আপন দোষে পেলাম শুধুই অথৈ যন্ত্রনা।।

সেতো যাবে চলে সবি যাবে ভুলে নিঠুর সজনী
আমি যাবো কেঁদে তারেই সেধে সেদিন
যেদিন শুধু রজনী-ই হবে নিরবে।।

হৃদয় দেয়া ছলে হৃদয় গেছে দলেই আমিতো মরেছি
পাথর ভালবেসে চোখে অবশেষে
নদীকে ধরেছি, মরেছি মরমে।।

মনেতো পড়েনা কোনো দিন

মনেতো পড়েনা কোনো দিন
আমিওযে শিল্পি ছিলাম
গানে গানে একদিন তোমাদেরি মন
আমি যে ভরিয়েছিলাম।।

ফেলে আসা সেই দিন স্মৃতির জোনাকি যেন
ভীড় করে অকারনে বেদনা জড়ায় কেন (২)
আঁধারে চাঁদের মত সুরের সাগরে বান
একদিন আমিওতো জাগিয়েছিলাম।।

সপ্নের মত সেই ফেলে আসা কতকথা
ভীড় করে এইক্ষনে মনেতে জাগায় ব্যাথা
সুরের সভায় আমি আমারো প্রানের গান
একদিন আমিওতো শুনিয়েছিলাম।।

হারানো দিনের গান mp3 download


ও কালো মেয়ে নিজেই জানোনা তুমি কত সুন্দর


ও কালো মেয়ে নিজেই জানোনা তুমি কত সুন্দর
সুন্দর তোমার ঐ মোন
কালো গোলাপ ফুলের মতন।।

কিছু কিছু কালো যেন সাদাকে দেয় খুব লজ্জা
কালোর মাঝেই থাকে হাজার আলোর সাজ সজ্জা
ও পেয়েছি আমি পেয়েছি, তুমিযে আমারি আপন।।

টানা টানা কালো চোখে বিজলী যায় যে চমকে
ও ওকালো চোখেই চেয়ে হৃদয় গেল আজ থমকে
ও জেনেছি আমি জেনেছি, তুমিযে আমারি স্বজন।।





আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি


আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে
কোন লাভ নেই ও-----।
আমি অগ্নি গিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর
ভয় দেখিয়ে কোন লাভনেই।।

আমি চাইনা হতে কারো প্রেমেরো আচল
আমি চাইনা হতে কারো চোখের কাজল (২)
আমি তটিনির কাছথেকে চলতে শিখেছি (২)
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে 
কোন লাভ নেই।।


কেন ভালবাসা হাড়িয়ে যায় দুঃখ হাড়ায় না


কেন ভালবাসা হাড়িয়ে যায় দুঃখ হাড়ায় না
কেন সপ্ন ভেঙ্গে যায়
মানুষ কথা দিয়ে কথা রাখেনা।।

আমি যারে আপন করি সে হয় আমার পর
আমি যারে হৃদয় দিই সে ছাড়ে আমার ঘড়
আমি নিজের ব্যাথাই নিজে
কেন যে বুঝিনা।।

হায়রে দরদী একি তোর খেলা
কেন সুখের বদলে দিস বিষের কাঁটার জ্বালা।
আমি ব্যাথার সাগরে ডুবে
প্রেমের মুক্তা খুজেছি।।

হারানো দিনের গান mp3 download

আমার এদুটি চোখ পাথরতো নয়



আমার এদুটি চোখ পাথরতো নয়
তবুকেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখোনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়।।

আমি তো বাগান নই তবু কেন ফোটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল
কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।।

শুনিতে চাইনা গান তবু সূর ফিরে আসে
স্বপ্নেরি বাঁশি বাজে জীবনের বারো মাসে
কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।


কথাঃ জাহিদুল হক
সুরঃ শেখ সাদী খান





চাঁদে কলঙ্ক আছে যেমন


চাঁদে কলঙ্ক আছে যেমন

ভালবাসায় বদনাম তেমন

তাতে টললো  কোথায় কবে

প্রেমেরো আসন প্রেমিকের মন।।


প্রেমিক মনের সিংহাসনে

যে প্রেম সমাসীন সঙ্গোপনে (২)

সে আর কারো নয় তারই আপন।

তাইসে কলঙ্গ যেটুকু তুলে

সবই নিলাম জেনে আমারি নিজের

তাতে জ্বললে জ্বলুক কারো বৈরি নয়ন।


অনেক ধন্যবাদ আপনাকে  এই গান গুলো ডাউনলোড করতে প্রতেকটি গানের নাম লিখে পাসে অডিও ডাউনলোড লিখে সার্চ করুন গুগলে তাছাড়াও আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন    

Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

আপনি 2022 সালে এই বক্স অফিস হিটগুলির কয়টি দেখেছেন?