এইচএসসি উচ্চতর গণিত ২য় পত্র সাজেশন ২০২০

প্রায় বেশির ভাগ শিক্ষার্থীর কাছেই গলিত একটি ভয়ংকর শব্দ । গণিত শব্দটি মাথায় আসলেই সমীকরন, বিভিন্ন সূত্র ইত্যাদির কথা চলে আসে । আসলে কোন বিষয়ে ভয়টা যদি কোন না ভাঙ্গানোর চেষ্টা কর তবে সেটা আজীবন ভয় হয়েই থাকবে , জয় আর করতে পারবে না। গণিত বিষয়টা অন্যান্য বিষয় থেকে একটু ভিন্ন কারন এখানে মুখস্ত করার কিছু নেই , সব কিছু বুঝে আয়ত্ব করতে হয় ।মুখস্ত গণিত বেশি দিন মনে নাখা যায় না । সামনে এইচএসসি পরীক্ষা তাই সবাই বেশ চিন্তিত আর উচ্চতর গণিত নিয়ে চিন্তাটা আর একটু বেশি । কারণ অন্যান্য বিষয় ধামাচাপা দিয়ে শেষ করে ফেলা যায় কিন্তু গণিতের বেলায় তা খাটে না । তাই আজকে আমরা উচ্চতর গণিত নিয়ে আলোচনা করা যাক ।

উচ্চতর গণিত বিষয়টা অনেক জটিল । এটা খুব কম সময়ে শেষ করা কঠিন ব্যাপার । তবে পরীক্ষার আগে সব পড়ার সময় পাওয়া যায় না । তাই আমরা যদি গুরুত্বের দিক থেকে বিষয়টাকে একটু সংক্ষিপ্ত করতে পারি তবে ভালই হয় । বিগত বছর ও গুরুত্বের উপর ভিত্তি করে আমরা তৈরী করেছি এইচএসসি উচ্চতর গণিত সাজেশন ।
এইচএসসি উচ্চতর গণিত ১ম পত্র সাজেশন ২০২০ সাজেশনটি মিস করেছ তারা দেখে নাও ।

এইচএসসি উচ্চতর গণিত ২য় পত্র সাজেশন ২০২০

প্রথম অধ্যায় : বাস্তব সংখ্যা
বাস্তব সংখ্যার মূল ধারণা , সরলরেখার সাহায্যে সমাধান। (*)
দ্বিতীয় অধ্যায় : যোগাশ্রয়ী প্রোগ্রাম
যোগাশ্রয়ী প্রোগ্রামের  সংজ্ঞা ও প্রয়োজনীয় সমস্যা সমাধান এবং লেখচিত্র (*)
তৃতীয় অধ্যায় :   জটিল সংখ্যা
জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট , বর্গমূল ও এককের ঘনমূল(**)
চতুর্থ অধ্যায় : বহুপদী ও বহুপদী সমীকরন
দ্বিঘাত সমীকনণের সমাধান ,  ত্রিঘাত  সমীকনণের সমাধান, মূল-সহগ  সম্পর্ক ও প্রকৃতি নির্ণয় । (**)
পঞ্চম অধ্যায় : দ্বিপদী বিস্তুতি
দ্বিপদী সূত্র,  সাধারন পদ, মধ্যপদ ও অসীম ধারা বিস্তৃতি ।(***)
ষষ্ঠ অধ্যায় :কণিক
কণিকের বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত ও অধিবৃত্তের সূত্রসমূহের ব্যবহার ।(***)
সপ্তম অধ্যায় : বিপরীত ত্রিকোনমিতি ফাংশন  ও ত্রিকোণমিতিক সমীকরণ
বিপরীত ত্রিকোনমিতি ফাংশনের লেখচিত্র, ত্রিকোনমিতির সাধারন সমীকরনের সমাধান , নির্দিষ্ট ব্যবধিতে সমাধান (***)
অষ্টম অধ্যায় :  স্থিতিবিদ্যা
বলজোটের সাম্য ব্যবস্থা , সাম্যব্যবস্থা ত্রিভুজ সুত্র , লামির সূত্র, সমতলীয় জলজোটের সূত্র(***)
নবম অধ্যায় : সরলরেখা / সমতলে চলমান কণার গতি ।
প্রাস সংক্রান্ত সূত্র, সমস্যা ও সমাধান(***)
দশম অধ্যায় : বিস্তার পরিমাপ সম্ভাবনা ।
সম্ভাবনার সূত্রসমূহ , সমস্যা ও সমাধান , বিস্তার পরিমাপ(***)
[ বি:দ্র: * মার্ক দ্বারা গুরুত্ব নির্ধারন করা হয়েছে ]

এইচএসসির অন্যান্য সাজেশনসমূহ নিচ থেকে ডাউনলোড করে নাও ।

Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

আপনি 2022 সালে এই বক্স অফিস হিটগুলির কয়টি দেখেছেন?