মুনাফিকদের জন্য ফজর এবং ইশা সালাতের চেয়ে কষ্টকর আর কিছুই নেই- বিশ্বনাবী মোহাম্মাদ (সাঃ)

আরবিতে খুব চমৎকার একটি কথা আছে। বলা হয়, "ফজর হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের প্রথম বিজয়।" সত্যিই তা-ই। ফজরের সালাতের জন্যে আরামের বিছানা ছেড়ে ওঠা আসলেই যুদ্ধজয়ের সমান। কষ্টের একটা কাজ। তবে কষ্টটা মুনাফিকদের জন্য।
নবিজি (সাঃ) বলেছেন, "মুনাফিকদের জন্য ফজর এবং ইশা সালাতের চেয়ে কষ্টকর আর কিছুই নেই।" 
-সহিহ বুখারি ৬৫৭, সহিহ মুসলিম ৬৫১।
নবিজির দেওয়া মুনাফিক তকমা যার গায়ে লেগে যায়, তার আখিরাতে কেমন দৈন্যদশা হতে পারে? আখিরাতে সে কতটা দেউলিয়া হবে সেটা কি অনুমেয় নয়?
শাইখ বদর বিন নাদের আল-মিশরি বলেছেন, "আপনি যদি ফজরের সালাতের জন্য ঘুম থেকে জাগতে না পারেন, তাহলে নিজের জীবনের দিকে তাকান এবং জলদি নিজেকে সংশোধন করুন, কেননা, আল্লাহ ফজর সালাতের জন্য কেবল তার প্রিয় বান্দাদেরকেই জাগ্রত করান। ঠিক এজন্যেই মুনাফিকদের জন্য ফজরের সালাত এত কঠিন।"
.
.
📘বইঃ বেলা ফুরাবার আগে [পৃষ্ঠা-১৫২]

Comments

Popular posts from this blog

HSC all text book Download | এইচএসসি সব পাঠ্য বই ডাউনলোড

একাদশ দ্বাদশ শ্রেণীর বই সমূহ ডাউনলোড – HSC Books Download pdf

আপনি 2022 সালে এই বক্স অফিস হিটগুলির কয়টি দেখেছেন?